আফগানিস্তান সিরিজে নেই লিটন, দলে ফিরলেন সৌম্য সরকার

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা করেছে আসন্ন আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য জাতীয় দল। তবে নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস ইনজুরির কারণে এই সিরিজে খেলতে পারবেন না। তার জায়গায় দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান সৌম্য সরকার।

লিটনের অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন জাকের আলি অনিক, যিনি সদ্য শেষ হওয়া এশিয়া কাপের শেষ দুটি ম্যাচেও নেতৃত্ব দিয়েছেন। এশিয়া কাপ চলাকালীন লিটন সাইড স্ট্রেনে চোট পান, যার কারণে তিনি টুর্নামেন্টের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি।

জাতীয় দলের ফিজিও বায়েজেদুল ইসলাম খান জানিয়েছেন, “লিটনের এমআরআই স্ক্যানে দেখা গেছে তার লেফট এবডমিনাল মাসলে গ্রেড-১ স্ট্রেইন রয়েছে। তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং আফগানিস্তানের বিপক্ষে খেলবেন না। মেডিকেল টিম তার পুনর্বাসন কার্যক্রম পর্যবেক্ষণে রাখছে।”

৩২ বছর বয়সী বাঁহাতি ব্যাটার সৌম্য সরকারকে দলে ফিরানো হয়েছে। তিনি এশিয়া কাপে খেলেননি, তাই এবার তারই অন্তর্ভুক্তি একমাত্র পরিবর্তন হিসেবে। বাকি ১৫ জন খেলোয়াড় আগের এশিয়া কাপ দলই থাকছেন।

সিরিজের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে।

বাংলাদেশ দল:
জাকের আলি অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার।