ফিলিপাইনের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। সর্বশেষ তথ্যমতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ জনে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর রয়টার্সের। বুধবার দেশটির বেসামরিক প্রতিরক্ষা উপ-প্রশাসক র‍্যাফি আলেজান্দ্রো এক ব্রিফিংয়ে জানান, ৬.৯ মাত্রার ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর আগে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ১০টার কিছু আগে সেবু প্রদেশের বোগো শহরের উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। এতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয় এবং বেশ কিছু ভবন ধসে পড়ে। ফিলিপাইনের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র সেবু প্রদেশে প্রায় ৩৪ লাখ মানুষের বসবাস। দেশটির দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর ম্যাকটান-সেবু আন্তর্জাতিক বিমানবন্দর সচল থাকলেও উত্তর সেবুতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে সান রেমিজিও এলাকাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। সান রেমিজিওর ভাইস মেয়র আলফি রেইনেস স্থানীয় গণমাধ্যমকে জানান, অবিরাম বৃষ্টির কারণে উদ্ধারকাজ বিঘ্নিত হচ্ছে। বিদ্যুৎ বিভ্রাট ও পানির লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় উত্তরাঞ্চলে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। তিনি খাদ্য, বিশুদ্ধ পানি এবং ভারী যন্ত্রপাতির জরুরি সহায়তা চেয়েছেন।