নরসিংদী সদর উপজেলার পৌর এলাকার আরশীনগর মোড়ে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের সময় দুইজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

 তবে এ সময় আটককৃতদের ছাড়িয়ে নিতে পুলিশের ওপর হামলা চালায় একদল দুর্বৃত্ত। জানা যায়, শুক্রবার (৩ অক্টোবর) দুপুরে আরশীনগর মোড়ে কয়েকজন ব্যক্তি অটোরিকশা চালকদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিল।

 খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে হাতেনাতে আটক করে। এ সময় চাঁদাবাজদের সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায় এবং আটক দুজনকে ছিনিয়ে নিয়ে যায়। হামলাকারীরা এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেনকে লক্ষ্য করে আক্রমণ করে ও শারীরিকভাবে মারধর করে বলে নিশ্চিত করেছেন স্থানীয় এক পুলিশ কর্মকর্তা।

 হামলার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন নরসিংদী জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন বলেন, “অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা আদায়কারীদের আটক করতে গিয়ে দুর্বৃত্তরা আমাদের ওপর হামলা চালায়। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি, জড়িতদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হবে।”