সিলেটের ফেঞ্চুগঞ্জে চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে মোগলাবাজার স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম। তিনি জানান, ট্রেনটি মোগলাবাজার স্টেশনে পৌঁছানোর পর লোকোমোটিভসহ একাধিক বগি লাইনচ্যুত হয়। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।


স্টেশন ম্যানেজার আরও বলেন, “দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করতে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাইন মেরামত ও উদ্ধার তৎপরতা শুরু করা হয়েছে।”


এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে।