রাজশাহীতে আজ সোমবার (৬ অক্টোবর ২০২৫) উদযাপিত হলো বিশ্ব বসতি দিবস-২০২৫। এবারের প্রতিপাদ্য—“পরিকল্পিত উন্নয়নের ধারা, নগর সমস্যায় সাড়া”। দিনটি উপলক্ষে বিভাগীয় প্রশাসন, রাজশাহী ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর যৌথ উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকালে বিভাগীয় কমিশনারের কার্যালয় চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজশাহী শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, নগরায়নের মূল লক্ষ্য কেবল অবকাঠামো নির্মাণ নয়—বরং এমন একটি বসতি গড়ে তোলা, যেখানে উন্নয়ন, পরিবেশ ও মানবকল্যাণ একসঙ্গে অগ্রসর হয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে শহর পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ ও নাগরিক দায়িত্ববোধের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি বলেন, “পরিবেশবান্ধব ও পরিকল্পিত নগর গড়ে তুলতে নাগরিকদের অংশগ্রহণ অপরিহার্য। প্রশাসন ও জনগণ একসঙ্গে কাজ করলে একটি নিরাপদ ও সুন্দর শহর গড়ে তোলা সম্ভব।”
বক্তারা আরও বলেন, নগর জীবনের মানোন্নয়নে দায়িত্বশীল নাগরিক আচরণ, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা, সবুজ এলাকা বৃদ্ধি ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
0 Comments
একটি মন্তব্য পোস্ট করুন