রাজধানীর নীলক্ষেত ও নিউমার্কেট এলাকায় গভীর রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে শুরু হওয়া এই ঘটনায় সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছেন।


সোমবার (১৩ অক্টোবর) রাত দেড়টার দিকে ঢাবির শাহনেওয়াজ হলের সামনে থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটলে পুরো নীলক্ষেত ও নিউমার্কেট এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা উত্তেজনার পর রাত তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


প্রত্যক্ষদর্শীরা জানান, শাহনেওয়াজ হলের সামনে একটি ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে ঢাবি শিক্ষার্থীরা আপত্তি জানালে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকান ভাঙচুরের ঘটনাও ঘটে।


ভিডিও ফুটেজে দেখা গেছে, শাহনেওয়াজ হলের সামনে থেকে এক পক্ষ ইট-পাটকেল ছুঁড়ছে, অপরদিকে পুলিশ ও শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। একপাশে ঢাবির শিক্ষার্থীরা, অন্যপাশে ঢাকা কলেজের শিক্ষার্থীরা—আর মাঝখানে উত্তেজনা প্রশমনে ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।


এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি সাদিক কায়েম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তবে ইটপাটকেল নিক্ষেপের মধ্যেই নিরাপত্তার কারণে তাকে সরিয়ে নেওয়া হয়।


সংঘর্ষে টেলিভিশন সাংবাদিক ফরহাদ আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।